
বিএমইউতে `Evolution of Islamic Medical Education & Ethical Practice' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
18 Oct, 2025 10:00 AM - 18 Oct, 2025 01:00 PM |
বিএমইউতে ‘ইসলামী চিকিৎসা শিক্ষার বিবর্তন ও নৈতিক অনুশীলন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে আজ শনিবার ১৮ অক্টোবর ২০২৫ইং তারিখে “ইসলামী চিকিৎসা শিক্ষার বিবর্তন ও নৈতিক অনুশীলন (Evolution of Islamic Medical Education & Ethical Practice)” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিএমইউ এর উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিকিৎসা শিক্ষাবিদ, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইসলামিক থটস (International Institute of Islamic Thoughts) এর সেক্রেটারি জেনারেল ও কিং ফাহাদ মেডিক্যাল সিটি এর ফ্যাকাল্টি অব মেডিসিন প্রফেসর ডা. ওমর হাসান কাসুলে। তিনি “Evolution of Islamic Medical Education & Ethical Practice” বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তাতে তিনি চিকিৎসা শিক্ষায় ইসলামী নৈতিকতা, মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সংমিশ্রণের গুরুত্ব নিয়ে বিস্তারিত তুলে ধরেন। মূল প্রবন্ধ উপস্থাপনের পর উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দের বিভিন্ন বিষয়ে প্রশ্নের প্রশ্নোত্তর দেন প্রফেসর ডা. ওমর হাসান কাসুলে ।
সেমিনারে সভাপতিত্ব করেন বিএমইউর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম । তিনি তাঁর বক্তব্যে ইসলামী নৈতিকতার ভিত্তিতে চিকিৎসা শিক্ষার আধুনিক বিকাশে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, মহান সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি দিন-রাত, আসমান জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা কথা বলেছেন। ধর্মকে জনস্বার্থে ও রোগীদের কল্যাণে ব্যবহার করতে হবে। চিকিৎসকদের পেশাগত দায়বদ্ধতা থেকে রোগীদের কষ্ট অনুধাবন করে রোগীদেরকে সেবা দিতে হবে। কোনোভাবেই রোগীকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ছাত্রদেরকে যথাযথ শিক্ষা প্রদানের দায়িত্ব শিক্ষকদের সেটাও স্মরণে রাখতে হবে। মনে রাখতে হবে আমাদের প্রতিটি কর্মেরই জবাবদিহিতা করতে হবে। ইসলামী নীতি ও আদর্শ অনুসরণ করলে এবং সে অনুযায়ী চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষা দিলে সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। একই সাথে সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার নৈতিকতার মানদন্ড উন্নতি লাভ করবে, যাতে সবচাইতে বেশি উপকৃত হবেন রোগীরা এবং চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক গবেষণাখাতও ক্রমশঃ উন্নতির দিকে এগিয়ে যাবে।
হেপাটোলজি বিভাগের ফেজ-বি-রেসিডেন্ট ডা. আল মাহমুদ এর কুরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন বিএমইউর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। তিনি তার বক্তব্যে প্রফেসর ডা. ওমর হাসান কাসুলে এর বর্ণাট্য জীবনী তুলে ধরেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমইউ এর প্রোÑভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, অধ্যাপক ডা. আবু খুলদুন আল মাহমুদ। সেমিনারটি সঞ্চালনা করেন রিউম্যাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শোয়েব মোমেন মজুমদার।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং International Institute of Islamic thaughts (IIIT, USA) এর মাধ্যমে একটা MOU স্বাক্ষরিত হয়।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।