বিএমইউতে “How to Write an Academic Transformation Fund Sub-Project Proposal” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিএমইউতে “How to Write an Academic Transformation Fund Sub-Project Proposal” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

16 Oct, 2025 11:00 AM - 13 Oct, 2025 12:00 AM |

বিএমইউতে “How to Write an Academic Transformation Fund Sub-Project Proposal” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)তে ইউজিসি পরিচালিত ‘হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রজেক্ট’ এর জন্য অ্যাকাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এএফটি) সাব-প্রজেক্ট প্রস্তাবনা কীভাবে লিখবেন (How to Write an Academic Transformation Fund Sub-Project Proposal) সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সেমিনার আজ ১৬ অক্টোবর ২০২৫ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উন্নয়ন উইং এর উদ্যোগে অত্র বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার গ্যালারিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিএমইউ শিক্ষক, রিসোর্স পারসনগণ অংশগ্রহণ করেন।    

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক পরিচালিত HEAT প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা বাংলাদেশ সরকার এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও সংস্কার, যার মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত মান, প্রাসঙ্গিকতা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তা যুগোপযোগী করা।

গুরুত্বপূর্ণ এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএমইউ এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। সভাপতিত্ব করেন বিএমইউ এর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ। মূল বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এএফটি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ প্রফেসর ড. মো. মোজাহার আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএমইউ এর এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুরজাহান বানু। 

প্রফেসর ড. মো. মোজাহার আলী তার বক্তব্যে HEAT প্রকল্পের জন্য একটি সফল গবেষণা প্রস্তাবনা তৈরির প্রাথমিক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি তথ্যবহুল উপস্থাপনার মাধ্যমে অ্যাকাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এএফটি) সাব-প্রজেক্ট প্রস্তাবনা তৈরির বিভিন্ন দিক সম্পর্কে পরিষ্কার ধারণা দেন যা গবেষণার সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। 

সেমিনারে অংশগ্রহণকারী বিজ্ঞজনেরা বিএমইউ এর গবেষণা ও একাডেমিক উৎকর্ষতার পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে ফলপ্রসূ ভূমিকা রাখাসহ এ ধরণের জ্ঞানভিত্তিক আয়োজন কার্যকর গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি উজ্জ্বল একাডেমিক ভবিষ্যত গড়ে তুলতে সহায়ক  হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।