বিএমইউতে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

বিএমইউতে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

21 Sep, 2025 10:00 AM - 21 Sep, 2025 12:00 PM |

বিএমইউতে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউতে) প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার  অনুষ্ঠিত হয়েছে। বিএমইউ এর সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে অনুষ্ঠিত “প্যালিয়েটিভ কেয়ার রোগীদের যতœ নেওয়ার একটি অবিচ্ছেদ্য অংশ: সহানুভূতি, যতœ এবং নিরাময় (International Scientific Seminar on Palliative Care-An integral Part of Caring the Sick: The Empathy, Caring and Curing)” শীর্ষক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। মাননীয় ভাইস চ্যান্সেলর তাঁর বক্তব্যে আন্তর্জাতিক মানদন্ডের নিরিখে উন্নত প্যালিয়েটিভ কেয়ার নিশ্চিত করাসহ প্যালিয়েটিভ সেবা সম্প্রসারণ ও গবেষণার উপর গুরুত্বারোপ করেন। আজ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন মেডিসন অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডা. মোঃ শামীম আহমেদ। দেশী-বিদেশী বিশেষজ্ঞদের অংশগ্রহণে আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোঃ আকরাম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্যালিয়েটিভ মেডিসনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ.কে.এম. মতিউর রহমান ভূঁইয়া। প্যানেল এক্সপার্ট হিসেবে বক্তব্য রাখেন ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ সারোয়ার আলম। ধন্যবাদ জ্ঞাপন করেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক হেমাটোলজিস্ট অধ্যাপক ডা. আমিন ইসলাম।  
 
সেমিনারে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূত্র অনুযায়ী প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৫৬.৮ মিলিয়ন মানুষের  প্যালিয়েটিভ সেবার প্রয়োজন হয়। যাদের মধ্যে ১৪ শতাংশ এই সেবা পায়। বাংলাদেশে প্রতি বছর কমপক্ষে ৬ লক্ষ মানুষের উপশমকারী যতেœর বা প্যালিয়েটিভ সেবার প্রয়োজন হয়। মাত্র ০.৫ শতাংশ এই সেবাটি পায়। তাই প্যালিয়েটিভ সেবার ব্যাপ্তি ঘটানো এখন সময়ের দাবি বলেই সেমিনারে উল্লেখ করা হয়। 

সেমিনারে জানানো হয়, মৃত্যুপথযাত্রী মারাত্মক অসুস্থ রোগী,  দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভোগা শয্যাশায়ী রোগী, বয়সের দুর্বলতা এবং একাধিক রোগে ভোগা শয্যাশায়ী বয়স্ক রোগী, জীবন সীমিতকারী শিশু রোগী, ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগী; যাদের রোগ নিরাময় অনেকটা বা সম্পূর্ণরূপে অনিরাময়যোগ্য সেই ধরণের রোগীদের প্যালিয়েটিভ সেবা দেয়ার প্রয়োজন হয়। এর উদ্দেশ্য হলো মৃত্যুর আগে সেবা ও যন্তের মাধ্যমে রোগীকে যন্ত্রণামুক্ত বেদনাহীন সময় উপহার দেয়া। 

সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।