বিএমইউতে ইয়াং এডিটরসদের নিয়ে গ্রাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত

বিএমইউতে ইয়াং এডিটরসদের নিয়ে গ্রাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত

12 Oct, 2025 12:00 PM - 12 Oct, 2025 02:00 PM |


বিএমইউতে ইয়াং এডিটরসদের নিয়ে গ্রাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)তে ইয়াং এডিটরসদের নিয়ে গ্রাজুয়েশন সেরিমনি শনিবার ১১ অক্টোবর ২০২৫ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট ইয়াং এডিটরসদের প্রশিক্ষণ কর্মসূচী শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউ এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। বক্তব্য রাখেন পাবলিক হেলথ এ্যান্ড ইনফরমেটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক, পিএইচডি,  বিএমইউ জার্নালের এক্সিকিউটিভ এডিটর অধ্যাপক ডা. মোঃ মোস্তফা জামান, পিএইচডি,  বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. ফেরদৌস হাকিম প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে  বিএমইউ এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ নলেজ জেনারেট করা। উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে প্রয়োজনীয় পরিবর্তন আনা। বিশ্বে জ্ঞানী মানুষেরাই পরিবর্তন এনেছেন এবং যারা সংখ্যায় অল্প। ক্রমশঃ এগিয়ে যাওয়া বিশ্বের সাথে তাল মিলিয়ে চিকিৎসা বিজ্ঞানসহ স্বাস্থ্যসেবা খাতকে এগিয়ে নিতে হবে। আর এ জন্য গণগত মান সম্পন্ন গবেষণার বিকল্প নাই। তবে গবেষণা হতে গবে গুণগত মানসম্পন্ন ও মানবকল্যাণ ধর্মী। যেসকল চিকিৎসক ও শিক্ষকবৃন্দ  ইয়াং এডিটরস এর প্রশিক্ষণ কোর্স সমাপ্ত করেছেন আগামী দিনে তারা গবেষণায় ব্যাপক পরিবর্তন আনবেন। নতুন নতুন চিকিৎসা পদ্ধতিসহ তাদের নানা আবিষ্কার, নব উদ্ভাবন, নতুন ধারণা ও জ্ঞান, বিশ্বমানের জার্নালে তাদের গবেষণালব্ধ প্রকশানাসমূহ  আগামী দিনের স্বাস্থ্যসেবা খাতে দেশ  ও বিশ্বে যুগান্তকারী পরিবর্তন আনবে। 
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।  

More Events & News