বিএমইউতে “ক্যান্সার জেনেটিক টেস্ট ও কাউন্সেলিং” বিষয়ক বিশেষ লেকচার অনুষ্ঠিত

বিএমইউতে “ক্যান্সার জেনেটিক টেস্ট ও কাউন্সেলিং” বিষয়ক বিশেষ লেকচার অনুষ্ঠিত

16 Jul, 2025 12:00 PM - 16 Jul, 2025 02:00 PM |

বিএমইউতে “ক্যান্সার জেনেটিক টেস্ট ও কাউন্সেলিং” বিষয়ক বিশেষ লেকচার অনুষ্ঠিত

১৬ জুলাই ২০২৫, বুধবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের উদ্যোগে একটি বিশেষ লেকচার অনুষ্ঠিত হয়। “ক্যান্সার জেনেটিক টেস্ট ও কাউন্সেলিং: ধারণা, প্রয়োগ ও ক্লিনিক্যাল ব্যাখ্যা” শীর্ষক এই সেশনে ক্যান্সার রোগের নির্ণয় ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসায় জেনেটিক টেস্টিং ও কাউন্সেলিংয়ের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বিএমইউ এর প্রো- ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের মলিক্যুলার অনকোলজিস্ট ও সহযোগী অধ্যাপক ড. মুস্তাক ইবনে আয়ুব। সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. আকরাম হুসাইন। 

বিশেষ অতিথির বক্তব্যে বিএমইউ এর প্রো- ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এই প্রাসঙ্গিক বিষয়ে আগ্রহ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে যৌথ সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “ক্যান্সার জেনেটিকস হচ্ছে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ দিক, যা রোগীর চিকিৎসা পদ্ধতি নির্ধারণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।”

এই বৈজ্ঞানিক আলোচনায় ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সকল শিক্ষক, রেসিডেন্ট ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এই ধরনের উদ্যোগ বাংলাদেশের ক্যান্সার গবেষণা, জেনেটিক কাউন্সেলিং ও পার্সোনালাইজড থেরাপির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু, প্রশান্ত মজুমদার।। ছবি: মোঃ আরিফ খান।

Error
500

Whoops, something went wrong on our servers.