
বিএমইউতে ডি নথি বিষয়ক ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
07 Jul, 2025 08:00 AM - 07 Jul, 2025 02:00 PM |
বিএমইউতে ডি নথি বিষয়ক ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর প্রশাসনিক কার্যক্রম সহজীকরণের জন্য ডি-নথি (D-Nathi) চালুর লক্ষ্যে গত ২ ও ৩ জুলাই ২০২৫ইং তারিখ রোজ বুধবার এবং বৃহস্পতিবার সুপার স্পেশালাইজড হাসপাতালের ৫ম তলায় এ বিষয়ে একটি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বিএমইউ এর রেজিস্ট্রার অফিসের ৩টি শাখায় (শিক্ষক শাখা, চিকিৎসক শাখা ও শিক্ষা শাখা) ডি-নথি কার্যক্রম চালুর নিমিত্তে উক্ত ৩ তিনটি শাখায় কর্মরত অতিরিক্ত রেজিস্ট্রার, উপ-রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, সেকশন অফিসার, প্রশাসনিক কর্মকর্তা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর ও অফিস সহকারীদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় মোট ২৯ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। বিশেষ অতিথি ছিলেন সম্মানিত প্রে-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। এ সময় আইসিটি সেলের সম্মানিত পরিচালক অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, সম্মানিত পরিচালক (অর্থ ও হিসাব) জনাব খন্দকার শফিকুল হাসান রতন, অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তফা কামাল পাশা, আইসিটি সেলের সিস্টেম এনালিস্ট জনাব মোঃ মারুফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডি-নথি হলো ফাইল বা নথি প্রক্রিয়াকরণ ডিজিটালভাবে সম্পন্ন করা হয়। দাপ্তরিক কাজের গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণে ডি নথির বিরাট অবদান রয়েছে।
সম্পাদনায় ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: সংগৃহীত। নিউজ: প্রশান্ত মজুমদার।