বিএমইউতে ক্রিটিক্যাল কেয়ার নার্সিং ট্রেনিং প্রোগ্রামের সনদ বিতরণ

বিএমইউতে ক্রিটিক্যাল কেয়ার নার্সিং ট্রেনিং প্রোগ্রামের সনদ বিতরণ

21 Jun, 2025 10:00 AM - 21 Jun, 2025 11:00 AM |

বিএমইউতে ক্রিটিক্যাল কেয়ার নার্সিং ট্রেনিং প্রোগ্রামের সনদ বিতরণ

দায়িত্ব পালনকালে সচেতন ও সতর্ক থাকুন, দক্ষতাকে রোগীর কল্যাণে 
কাজে লাগান: সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)তে আজ শনিবার ২১ জুলাই ২০২৫ইং তারিখে সি ব্লকের অধ্যাপক সামাদ সেমিনার হলে আয়োজিত ‘ক্রিটিক্যাল কেয়ার নার্সিং ট্রেনিং প্রোগ্রাম’-এ অংশগ্রহণকারী প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। এ্যানেসথেশিয়া, এনালজেশিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসন বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউ এর সম্মানিত কোষাধ্যক্ষ ফিটোম্যাটার্নাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাহরীন আখতার। ৩৭ থেকে ৪২তম ব্যাচের নার্সদের নিয়ে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচীতে ৯৬ জন নার্স অংশ নেন। প্রতিটি ব্যাচের প্রশিক্ষণের মেয়াদ ছিল এক মাস। প্রশিক্ষণ কর্মসূচীতে এ্যানেসথেশিয়া এনালজেশিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল, আইসিটি সেলের পরিচালক এ্যানেসথেশিওলজিস্ট অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, অধ্যাপক ডা. মন্তোষ কুমার মন্ডল, সহযোগী অধ্যাপক ডা. আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 


প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত কোষাধ্যক্ষ ফিটোম্যাটার্নাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাহরীন আখাতার বলেন, নার্সদের দায়িত্বপালন কালে সচেতন ও সতর্ক থাকতে হবে। সময়মতো ডিউটিতে আসতে হবে, লাঞ্চ করে আসতে হবে, যাদের নাইট ডিউটি রয়েছে তাদের রাতে ঘুমানো যাবে না, রাত জেগেই রোগীদের সেবা দিতে হবে। আইসিউতে যারা সেবার দায়িত্বে থাকেন তাদের রাতে ঘুমানো তো আরো অসম্ভব, কারণ এখানে মুমূর্ষু রোগীরা চিকিৎসাধীন থাকেন, সার্বক্ষণিক তাদের পাশে থাকার প্রয়োজন হয়। অধ্যাপক ডা. নাহরীন আখাতার বলেন,  প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে রোগীদের ক্যাল্যাণে কাজে লাগাতে হবে। এতে ইহকালে প্রশান্তি লাভের পাশাপাশি পরোকালেও পূণ্য হয়। আমারা সবাই একদিন মারা যাবো, আমাদের মৃত্যুটা যেনো আরামদায়ক হয়, সেভাবেই আমরা যারা ডাক্তার, নার্সসহ যারা চিকিৎসাসেবার মতো মহান পেশায় যুক্ত তারা যেনো আমাদের প্রতিটি কর্ম, দায়িত্ব কর্তব্য সেভাবেই পালন করি।      
সম্পাদনায় ডা. সাইফুল আজম রঞ্জু। নিউজ: প্রশান্ত মজুমদার। । ছবি: মোঃ আরিফ খান।

Error
500

Whoops, something went wrong on our servers.