পবিত্র ঈদুল আযহার ছুটির মাঝে প্রথম দিনে  বিএমইউর বহির্বিভাগে ৬৬৩ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান

পবিত্র ঈদুল আযহার ছুটির মাঝে প্রথম দিনে বিএমইউর বহির্বিভাগে ৬৬৩ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান

05 Jun, 2025 10:00 AM - 05 Jun, 2025 01:00 PM |

পবিত্র ঈদুল আযহার ছুটির মাঝে প্রথম দিনে 
বিএমইউর বহির্বিভাগে ৬৬৩ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান

সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ 
মহোদয়ের চিকিৎসাসেবা সেবা কার্যক্রম পরিদর্শন

রোগীদের সুবিধার্থে আরো ২ দিন, ৮ জুন রবিবার ও ১১ জুন  বুধবার বহির্বিভাগ খোলা থাকবে

পবিত্র ঈদের জামাত, ঈদের দিন সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ১৪ জুন শনিবার

পবিত্র ঈদুল আযহার ছুটির মাঝে প্রথম দিনে আজ বৃহস্পতিবার ৫ জুন ২০২৫ইং তারিখে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)’র বহির্বিভাগে ৬ শত ৬৩ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত  বিএমইউর চিকিৎসক, রেসিডেন্টগণ রোগীদেরকে এই চিকিৎসাসেবা প্রদান করেন। প্রথম দিনের চিকৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং খোঁজ-খবর নেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ। এ তথ্য জানিয়েছেন বিএমইউর সম্মানিত উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোঃ আবু নাছের। সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ মহোদয়ের পরিদর্শনের সময় সম্মানিত উপ-পরিচালক (হাসপাতাল) ডা. শরিফ মোঃ আরিফুল হক, সহকারী পরিচালক (হাসপাতাল) মোহাম্মদ আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এই চিকৎসাসেবা প্রদান কার্যক্রমে বিএমইউ এর সম্মানিত চিকিৎসক, রেসিডেন্টগণের সাথে সাথে বিএমইউ এর কর্মকর্তা, নার্স, কর্মচারী এবং আনসার বাহিনীর সদস্যরা সহায়ক ভূমিকা পালন করেন। রোগীদের সুবিধার্থে বিএমইউ এর বহির্বিভাগ পবিত্র ঈদুল আযহার ছুটির মাঝে আরো দুই দিন, ৮ জুন রবিবার ও ১১ জুন  বুধবার খোলা থাকবে। এছাড়া প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর  ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা রয়েছে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু রয়েছে।  

উল্লেখ্য, পবিত্র ঈদুল আযহার ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি না হয় সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম মহোদয় বৃহস্পতিবার, রবিবার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিনকে প্রয়োজনীয় নির্দেশনা ইতিমধ্যে দিয়েছেন। 

এর আগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বহির্বিভাগ বন্ধ থাকবে ৬, ৭, ৯, ১০, ১২ ও ১৩ জুন। এর মধ্যে সাপ্তাহিক ছুটি উপলক্ষে ১৩ জুন শুক্রবার বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে ৫ জুন বৃহস্পতিবার থেকে ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে। 
এদিকে পবিত্র ঈদুল আযহা ২০২৫-এর ঈদের জামাত ঈদের দিন ৭ জুন ২০২৫ইং তারিখে সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ-এর পেশ ইমাম জনাব হাফেজ মাওলানা আব্দুল আহাদ। পবিত্র ঈদ জামাতে অংশ নিয়ে সালাত আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসলমানদের অনুরোধ করা যাচ্ছে। 

এদিকে ঈদের দিন মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম মহোদয়ের নির্দেশে রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।  

আর পবিত্র ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে  ১৪ জুন সকাল ৮টা ৩০মিনিট থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত এবং এই দিনই (১৪ জুন ২০২৫) প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ও হাসপাতাল সম্পূর্ণরূপে খোলা থাকবে। সৌহার্দ্য-সম্প্রীতি ও আনন্দের অনুষ্ঠান ঈদ পুনর্মিলনীতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, অফিস প্রধানগণ, শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ অংশ নেবেন।  
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবিঃ মোঃ আজিজুর রহমান। নিউজ: প্রশান্ত মজুমদার।

Error
500

Whoops, something went wrong on our servers.