
বিএমইউতে ইফেক্টিভ মেথডস ইন প্রকিউরমেন্ট এন্ড রোল অফ একাউন্টিং, ফিন্যান্স এন্ড অডিটিং বিষয়ক কর্মশালা
26 May, 2025 10:00 AM - 26 May, 2025 11:00 AM |
বিএমইউতে ইফেক্টিভ মেথডস ইন প্রকিউরমেন্ট এন্ড রোল অফ একাউন্টিং, ফিন্যান্স এন্ড অডিটিং বিষয়ক কর্মশালা
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বেসিক সাইন্স এন্ড প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদের সেমিনার, ওয়ার্কশপ কমিটির উদ্যোগে শনিবার ২৪ মে ২০২৫ তারিখে বিএমইউ এর শহীদ ডা. মিল্টন হলে ইফেক্টিভ মেথডস ইন প্রকিউরমেন্ট এন্ড রোল অফ একাউন্টিং, ফিন্যান্স এন্ড অডিটিং (Workshop on Effective methods in procurement and Role of a accounting, finance and auditing) বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। সভাপতিত্ব করেন বেসিক সাইন্স এন্ড প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী। কর্মশালায় বিএমইউ এর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (অডিট) খন্দকার শফিকুল হাসান (রতন), মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের একান্ত সচিব ডা. মোঃ রুহুল কুদ্দুস বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ও সংশ্লিøষ্ট বিষয়ে বিশেষজ্ঞের তথ্যসমৃদ্ধ মতামত তুলে ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের শিক্ষক ও বিএএ এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ সায়েদুজ্জামান, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-পরিচালক (ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) আবু সৈয়দ মজুমদার, দোয়াটেক নিউ মিডিয়ার ইজিপি বিষয়ক প্রশিক্ষক মোহাম্মদ আল আমিন।
সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।