
বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে জাতীয় নারী ফুটবল দলের ২ খেলোয়ারের সফলভাবে এসিএল রিকন্সট্র্যাকশন সার্জারি সম্পন্ন
26 May, 2025 10:00 AM - 26 May, 2025 12:00 PM |
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের
সুপার স্পেশালাইজড হাসপাতালে অর্থোপেডিক সার্জারি বিভাগের রোগী ভর্তি কার্যক্রম শুরু
জাতীয় নারী ফুটবল দলের ২ খেলোয়ারের সফলভাবে এসিএল রিকন্সট্র্যাকশন সার্জারি সম্পন্ন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে অর্থোপেডিক সার্জারি বিভাগের উদ্যোগে রোগী ভর্তি কার্যক্রম (ইনডোর সেবা) শুরু হয়েছে। প্রথম দিনে আজ সোমবার ২৬ মে ২০২৫ইং তারিখে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ২০ বছর বয়সী ২ জন খেলোয়ারের সফলভাবে হাঁটুতে এসিএল রিকন্সট্র্যাকশন সার্জারি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ ও সহযোগী অধ্যাপক ডা. চৌধুরী ইকবাল মাহমুদ এর নেতৃত্বে মোট ৬ সদস্যের চিকিৎসক টিম প্রত্যেক রোগীকে আলাদাভাবে ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের মাধ্যমে এসিএল রিকন্সট্র্যাকশন সার্জারি (হাঁটু) সম্পন্ন করেন। খেলোয়ার দ্বয়ের ওটি কার্যক্রমে বিএমইউ এর অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ মাহফুজুর রহমান, ডা. মোঃ আলী হায়দার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বাংলাদেশ জাতীয় নারী ফুলবল দলের ২ জন খেলোয়ারের সফল অপারেশন সম্পন্ন হওয়ার পর বিএমইউ এর প্রক্টর এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর স্পোর্টস মেডিক্যাল কমিটির চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ জানান, অপারেশন সম্পন্ন হওয়ার পর দুই খেলোয়ারই ভালো আছেন এবং চিকিৎসাসেবার গুণগত মান নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। আশা করি, দুই খেলোয়ারই সুস্থ হয়ে শ্রীঘ্রই খেলার মাঠে ফিরতে পারবেন। ডা. শেখ ফরহাদ আরো জানান, বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে তুলনামূলকভাবে স্বল্প ব্যয়ে এই এসিএল রিকন্সট্র্যাকশন সার্জারি (হাঁটু) সম্পন্ন করা হয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন চিকিৎসার আর্থিক ব্যয় বহন করবে। বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে অর্থোপেডিক সার্জারি বিভাগের ওটি কার্যক্রম শুরু করতে উক্ত হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, অতিরিক্ত পরিচালক ডা. মোঃ শাহিদুল হাসান, উপ-পরিচালক ডা. একেএম আল মিরাজ, উপ-পরিচালক ডা. মাহাবুবুল ইসলাম খন্দকার ব্যবস্থাপনাগত দিক থেকে সহায়তা করেন।
উল্লেখ্য, বিএমইউ এর সুপার স্পেশালাইজড হাসপাতালে অর্থোপেডিক সার্জারি বিভাগে উদ্যোগে বহির্বিভাগ চিকিৎসাসেবার অংশ হিসেবে প্রতিদিন দুই শিফটে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের সেবা কার্যক্রম আগে থেকেই চালু আছে।
আরো উল্লেখ্য যে,বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর সুপার স্পেশালাইজড হাসপাতালে রয়েছে হেপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়েটিক ডিজিজ, হেপাটোলজি এন্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, কার্ডিওভাসকুলার এন্ড স্টোক সেন্টার, মাদার এন্ড চাইল্ড হেলথ কেয়ার সেন্টার, কিডনী ডিজিজ এন্ড ইউরোলজি সেন্টার এবং এক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি সেন্টার। এসকল সেন্টারে রোগীদের হার্ট, কিডনী, লিভার (হেপাটোলজি), নিউরোসহ বেশকিছু বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। রয়েছে রেডিওলজি এ্যান্ড ইমেজিং সেন্টার। এখন থেকে সুপার স্পেশালাইজড হাসপাতালে অর্থোপেডিক সার্জারি বিভাগের উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শসেবা দেয়ার সাথে সাথে রোগী ভর্তিসহ অপারেশন কার্যক্রমও শুরু হলো। নিউজ: প্রশান্ত মজুমদার।