র‌্যালি, আলোচনা সভা, গবেষণা মঞ্জুরী প্রদান ও রোগীদের উন্নতমানের খাবার পরিবেশনের মাধ্যমে ২৮তম বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫ উদযাপিত

র‌্যালি, আলোচনা সভা, গবেষণা মঞ্জুরী প্রদান ও রোগীদের উন্নতমানের খাবার পরিবেশনের মাধ্যমে ২৮তম বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫ উদযাপিত

30 Apr, 2025 05:00 PM - 30 Apr, 2025 06:00 PM |

র‌্যালি, আলোচনা সভা, গবেষণা মঞ্জুরী প্রদান ও রোগীদের উন্নতমানের খাবার পরিবেশনের মাধ্যমে ২৮তম বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫ উদযাপিত
 
গবেষণার জন্য শুধু গবেষণা নয়; গবেষণা হবে জনকল্যাণ ও উদ্ভাবনমূলক: অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান

র‌্যালি, আলোচনা সভা, গবেষণা মঞ্জুরী প্রদান ও রোগীদের উন্নতমানের খাবার পরিবেশনের মাধ্যমে ২৮তম বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা, বেলুন ও পায়রা উড়ানো, বর্ণাঢ্য র‌্যালি, গবেষণা মঞ্জুরী প্রদান, পূবালী ব্যাংকের সৌজন্যে প্রাপ্ত ২টি নতুন স্টাফ বাস উদ্বোধন, আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সাধারণ রোগী ও কেবিন ব্লকে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি কামনায় দোয়া মোনাজাত। ২৮তম বিশ্ববিদ্যালয়ের মূল থিম হলো ইনোভেট-এডুকেট-এলিভেট ডি¤্রস টু দ্যা রিয়েলিটি (Innovate-Educate-Elevate Dreams to the Reality)।


২৮তম বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫ এর বিশেষত্ব হলো এ বছর এই দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থী, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ তাদের জন্য আপ্যায়ন বাবদ বরাদ্দকৃত অর্থ  সাধারণ রোগী ও জুলাই গণঅভ্যুত্থানে আহতদের জন্য উৎসর্গ করেছেন। এই অর্থ দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহত রোগী যারা বিএমইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং সাধারণ রোগীদের জন্য ২৮তম বিশ্ববিদ্যালয় দিবসে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।


গুরুত্বপূর্ণ এই দিবস উপলক্ষে সকালে বি ব্লকের সামনে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানোর পর বর্ণাঢ্য র‌্যালির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। র‌্যালিটি বি ব্লক থেকে বের হয়ে সুপার স্পেশালাইজড হাসপাতাল হয়ে সি ব্লকের সামনে এসে শেষ হয়। এরপর শহীদ ডা. মিল্টন হলে গবেষণা মঞ্জুরী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ডা.একেএম কবির আহমেদ রিয়াজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার প্রমুখ বক্তব্য রাখেন। ৫৬ জন শিক্ষক চিকিৎসকের মাঝে গবেষণা অনুদান প্রদান করা হয়।


দুপুরে বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের অডিটোরিয়ামে ইনোভেট-এডুকেট-এলিভেট ডি¤্রস টু দ্যা রিয়েলিটি (Innovate-Educate-Elevate Dreams to the Reality) ও বিপ্লবোত্তর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়: প্রত্যাশা বনাম অগ্রগতি বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান। সভাপতিত্ব করেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। দিবসের বিষয়ে মূল থিম ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ। বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ বক্তব্য রাখেন।


প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা)  অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান বলেন, ২৮তম বিশ্ববিদ্যালয় দিবসের থিম ইনোভেট-এডুকেট-এলিভেট ডি¤্রস টু দ্যা রিয়েলিটি অত্যন্ত সময় উপযোগী হয়েছে। ইনোভেট শব্দটি অত্যন্ত প্রাসঙ্গিক। গবেষণার জন্য শুধু গবেষণা নয়, গবেষণা হবে জনকল্যাণ ও উদ্ভাবনমূলক। নিত্যনতুন জ্ঞানের সৃষ্টি, ওষুধ আবিষ্কার, ভ্যাকসিন আবিষ্কারে অবদান রাখতে হবে। উচ্চতর চিকিৎসা শিক্ষাসহ স্বাস্থ্যখাতে সঠিক নীতি নির্ধারণে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে বিএমইউকে মূল ভূমিকা রাখতে হবে, যা কেবল গবেষণার মাধ্যমেই সম্ভব। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে স্বাস্থ্যখাতে দক্ষ ও বিশেষজ্ঞ জনবল তৈরিতে নেতৃত্ব দিতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, চিকিৎসাসেবার উন্নয়ন ও মান বৃদ্ধির বিষয়ে তার বিজ্ঞ মতামত তুলে ধরেন। তিনি তার বক্তব্যে ডিজিটালাইজেশন, ই লগ বুক চালু, টেলিমেডিসিন চালু, বিশেষজ্ঞ নার্স তৈরিসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।


সভাপতির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপকা ডা. মোঃ শাহিনুল আলম বলেন, বিপ্লবোত্তর চেতনাকে ধারণ করে বাংলাদেশের মানুষ ও রোগীদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে উচ্চতর চিকিৎসা শিক্ষা, মানসম্মত চিকিৎসাসেবা ও উদ্ভাবনমূলক গবেষণায় অন্যন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করা হবে। সময়ে চাহিদা অনুযায়ী টেকনোলজি ও নার্সিং সেবার উন্নয়নেও যথাযথ উদ্যোগ নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের কাজ নলেজ জেনারেট করা। সেই লক্ষ্য পূরণে গবেষণাকে গুরুত্ব দিতে হবে। তবে গবেষণা হবে সহজ ও মানুষের কল্যাণধর্মী। গবেষণা হলো সত্যের সাক্ষ্য। গবেষণার মাধ্যমেই এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া সম্ভব।


এসকল কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন, অধ্যাপক ডা. মোঃ শামীম আহমেদ, অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান, অধ্যাপক ডা. মোহাম্মদ শফি উদ্দিন, অধ্যাপক ডা. সাইফ উল্লাহ্ মুন্সী, অধ্যাপক ডা. মোঃ মনির হোসেন খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, অধ্যাপক ডা. মোঃ আব্দুস শাকুর, অধ্যাপক ডা. মওদুদুল হক, অধ্যাপক ডা. মোঃ সাইফুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী, চীফ এস্টেট অফিসার ডা. মোঃ এহতেশামুল হক, অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মোঃ দেলোয়ার হোসেন টিটো, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড) ডা. মোঃ শাহিদুল হাসান বাবুল, অতিরিক্ত পরিচালক (অডিট) খন্দকার শফিকুল হাসান, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভুঁঞা, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন, শিক্ষক ও চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. মোঃ রুহুল কুদ্দুস বিপ্লব, সহযোগী অধ্যাপক ডা. দীনে মুজাহিদ ফারুক ওসমানী, সহযোগী অধ্যাপক ডা. মোঃ আদনান হাসান মাসুদ, সহকারী অধ্যাপক ডা. মোঃ আশরাফুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. আ স ম নওরোজ, সহকারী অধ্যাপক ডা. ফারাহ নূর, ডা. শাহরিয়ার শামস, ডা. আকবর হোসাইন, কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, ইয়াহিয়া খান, মোঃ মারুফ হোসেন, মোঃ লুৎফর রহমান, মোঃ হুমায়ুন কবির, মোঃ মোশারফ হোসেন, মাহমুদুল হাসান, শামীম আহম্মদ প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, অফিস প্রধানগণ, চিকিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থী, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

Error
500

Whoops, something went wrong on our servers.