বিএমইউতে বিশ্ব অস্টিওপোরোসিস দিবস ২০২৫ উদযাপিত

বিএমইউতে বিশ্ব অস্টিওপোরোসিস দিবস ২০২৫ উদযাপিত

21 Oct, 2025 09:00 AM - 21 Oct, 2025 10:00 AM |

বিএমইউতে বিশ্ব অস্টিওপোরোসিস দিবস ২০২৫ উদযাপিত

অস্থি ক্ষয়জনিত নীরব রোগ অস্টিওপোরোসিস
জীবনযাত্রার পরিবর্তন, ব্যায়াম, ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণের মাধ্যমে প্রতিরোধ সম্ভব

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউতে )আজ ২০ অক্টোবর ২০২৫ইং তারিখে ‘মজবুত হাড়, সক্রিয় জীবন-এখনই হোন সচেতন!’ এই স্লোগান নিয়ে বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উদযাপিত হয়েছে। অস্টিওপোরোসিস হলো অস্থি ক্ষয়জনিত একটি নীরব রোগ। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সোসাইটি ফর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর)-এর উদ্যোগে অস্টিওপোরোসিস প্রতিরোধ ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে অস্টিওপোরোসিস বিষয়ে সচেতনতামূলক ভিডিও ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে চিকিৎসক, শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. তাসলিম উদ্দিন, কার্যনির্বাহী সভাপতি, বিএসপিএমআর। তিনি বলেন, বাংলাদেশে জনসংখ্যার একটি বড় অংশ বয়সজনিত অস্থি ক্ষয়ের ঝুঁকিতে রয়েছে, তাই এখনই আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএমইউ এর ফিজিক্যাল মেডিসিন এ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ও বিএসপিএমআর এর সহ-সভাপতি অধ্যাপক ডা. এম.এ. শাকুর। সভপতির বক্তব্যে অধ্যাপক ডা. এম.এ. শাকুর বলেন, অস্টিওপোরোসিস কেবলমাত্র একটি চিকিৎসাজনিত সমস্যা নয়, এটি একটি সামাজিক চ্যালেঞ্জও। সঠিক সময়ে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এই দুর্বলতা থেকে রক্ষা করতে পারব।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. সৈয়দ মোজ্জাফর আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. এম.এ.কে. আজাদ, সাধারণ সম্পাদক, বিএসপিএমআর; সহযোগী অধ্যাপক ডা. গোলাম নবি। তাঁরা সকলেই অস্টিওপোরোসিস প্রতিরোধে জীবনযাত্রার পরিবর্তন, নিয়মিত শারীরিক ব্যায়াম ও ক্যালসিয়াম-ভিটামিন ডি গ্রহণের গুরুত্বের উপর জোর দেন।

অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ডা. মোঃ নাদিম কামাল। তিনি অস্টিওপোরোসিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে বলেন, অস্থি ক্ষয় বা অস্টিওপোরোসিস একটি নীরব রোগ, যা প্রতিরোধ করা সম্ভব সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম ও স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে।
ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।