
“স্মার্ট হাসপাতাল পাইলট উদ্যোগ” বাস্তবায়নে বিএমইউ ও আইসেস্কোর যৌথ সভা অনুষ্ঠিত
07 Oct, 2025 01:00 PM - 14 Oct, 2025 01:00 PM |
“স্মার্ট হাসপাতাল পাইলট উদ্যোগ” বাস্তবায়নে
বিএমইউ ও আইসেস্কোর যৌথ সভা অনুষ্ঠিত
স্মার্ট হাসপাতাল পাইলট উদ্যোগ দেশের স্বাস্থ্য খাতে একটি যুগান্তকারী অবদান রাখবে: বক্তারা
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (BMU) এবং ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (ICESCO)-এর যৌথ উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক সভা (Collaboration Meeting between BMU and ICESCO) ৬ অক্টোবর ২০২৫ইং তারিখ, সোমবার রাজধানীর শাহবাগে বিএমইউ-এর সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুম নং ৫০৪-এ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসেস্কোর সম্মানিত মহাপরিচালক ড. সালিম এম. আলমালিক (Dr. Salim M. Almalik)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউ-এর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ। গুরুত্বপূর্ণ ওই অনুষ্ঠানে সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক, পিএইচডি প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় “স্মার্ট হাসপাতাল পাইলট উদ্যোগ” শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়। বিএমইউ-এর ইন্টারনাল মেডিসিন বিভাগে বাস্তবায়িত হতে যাওয়া এ প্রকল্পটি দেশের স্বাস্থ্যসেবাকে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের একটি মাইলফলক হবে। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইন্টারনেট অব থিংস (IoT) এবং ইলেকট্রনিক হেলথ রেকর্ড (EHR) ব্যবহারের মাধ্যমে রোগী ব্যবস্থাপনা, চিকিৎসা সেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও আধুনিক ও কার্যকর করা হবে।
প্রকল্পটি ২০২৬ সালের জানুয়ারি মাসে শুরু হয়ে ডিসেম্বরে শেষ হবে। এর আওতায় থাকবে IoT-ভিত্তিক রোগী পর্যবেক্ষণ ব্যবস্থা, স্মার্ট নার্স স্টেশন, ডিজিটাল অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ, স্বয়ংক্রিয় গুরুত্বপূর্ণ সংকেত পর্যবেক্ষণ এবং ক্লাউড-সংযুক্ত ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডসহ আধুনিক অবকাঠামো ইত্যাদি।
সভায় বক্তারা বলেন, স্মার্ট হাসপাতাল পাইলট উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে রোগীসেবার মান বৃদ্ধি, দীর্ঘস্থায়ী রোগ ব্যবস্থাপনা উন্নতকরণ, গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে। এটি দেশের স্বাস্থ্য খাতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখবে।
সহায়তায় পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগ।