
‘গবেষণায় দায়িত্বশীল ভূমিকা: আইআরবি দৃষ্টিভঙ্গি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
23 Sep, 2025 09:00 AM - 23 Sep, 2025 12:00 PM |
‘গবেষণায় দায়িত্বশীল ভূমিকা: আইআরবি দৃষ্টিভঙ্গি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর শহীদ ডা. মিল্টন হলে আজ মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে ‘গবেষণায় দায়িত্বশীল ভূমিকা: আইআরবি দৃষ্টিভঙ্গি (Trainging Course on Responsible Conduct of Research: An IRB Perspective)’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএমইউর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। মাননীয় ভাইস চ্যান্সেলর তার বক্তব্যে গবেষণার গুণগতমান উন্নয়ন, উন্নত গবেষণা কর্ম পরিচালন, সম্পন্ন করতে নিজেকে যথাযথভাবে প্রস্তুত করাসহ দেশ বিদেশের মানুষের কল্যাণে অবদান রাখে এমন গবেষণায় মনোনিবেশের আহ্বান জানান। গুরুত্বপূর্ণ এই কর্মশালায় বিএমইউর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা. অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, ডেন্টাল অনুষদের ডীন ডা. সাখাওয়াৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালার প্রথম দিনে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শাহ মাহফুজুর রহমান, অধ্যাপক এম এ সালাম, অধ্যাপক এম মোস্তফা জামান। সহযোগী অধ্যাপক শাহেদা আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় আইআরবি এর সম্মানিত ২২ জন সদস্য, ফ্যাকাল্টি অংশ নিচ্ছেন।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।