ওয়ার্ল্ড সিস্টিক ফাইব্রোসিস দিবস  উদযাপিত

ওয়ার্ল্ড সিস্টিক ফাইব্রোসিস দিবস উদযাপিত

08 Sep, 2025 12:00 PM - 08 Sep, 2025 02:00 PM |

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর সুপার স্পেশালাইজড হাসপাতালে আজ ৮ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ, সোমবার বিএমইউর পেডিয়াট্রিক পালমোনোলজি এর উদ্যোগে ওয়ার্ল্ড সিস্টিক ফাইব্রোসিস দিবস (World Cystic Fibrosis Day 2025) উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও সেমিনারের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। সভাপতিত্ব করেন শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান। অনুষ্ঠানে শিশু অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।