
বিএমইউতে ইভিডেন্স বেইজড মেডিসিন বিষয়ে ১১৪ শিক্ষককে প্রশিক্ষণ প্রদান
13 Aug, 2025 09:00 AM - 13 Aug, 2025 01:00 PM |
বিএমইউতে ইভিডেন্স বেইজড মেডিসিন বিষয়ে ১১৪ শিক্ষককে প্রশিক্ষণ প্রদান
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-তে আজ বুধবার ১৩ আগস্ট ২০২৫ইং তারিখে সুপার স্পেশালাইজড হাসপাতালে কনফারেন্স রুমে ইভিডেন্স বেইজড মেডিসিন বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন
মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। বিশেষ অতিথি ছিলেন সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম এবং সঞ্চালনা করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী ও ডা. তারিক রেজা আলী। উক্ত কর্মশালায় পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রিশন বিভাগ, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, নিউরোলজি বিভাগ, মনোরোগ বিদ্যা বিভাগ, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ, হেমাটোলজি বিভাগের সম্মানিত ২৭ জন ফ্যাকাল্টি অংশগ্রহণ করেন। এছাড়াও গাজীপুরের ইন্টারন্যাশাল মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. হাবিব সাহাদত চৌধুরী ও উক্ত মেডিক্যাল কলেজের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিবও উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আব্দুস শাকুর, বিএমইউ জার্নালের নির্বাহী সম্পাদক অধ্যাপক ডা. এম মোস্তফা জামান, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ মোজাম্মেল হক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী। আইকিউএসি সূত্রে জানা যায়, এ পর্যন্ত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২৭টি বিভাগের ১ শত ১৪ জন সম্মানিত শিক্ষককে ইভিডেন্স বেইজড মেডিসিন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।