বিএমইউতে বিশ্ব হেড নেক-ক্যান্সার দিবস উদযাপিত
27 Jul, 2025 11:00 AM - 27 Jul, 2025 03:00 PM |
বিএমইউতে বিশ্ব হেড নেক-ক্যান্সার দিবস উদযাপিত
নাক, কান ও গলার ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশ এক ধাপ এগিয়ে গেলো
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর সুপার স্পেশালাইজড হাসপাতালের ৫মতলার অডিটোরিয়ামে আজ রবিবার ২৭ জুলাই ২০২৫ইং তারিখে বিশ্ব হেড নেক-ক্যান্সার দিবস উদযাপিত হয়েছে। বিএমইউর হেড নেক সার্জারি ডিভিশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এবং দিনব্যাপী একটি সায়েন্টিফিক সেশন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার বিষয় ছিল ফোরথ ন্যাশনাল ওয়ার্কশপ অন হেড নেক মাইক্রোভাসকুলার ফ্রি ফ্ল্যাপ রিকনস্ট্রাকশন। এতে সমগ্র দেশের প্রায় ৬০০ নাক কান গলা বিশেষজ্ঞ অংশগ্রহণ করেছেন। দেশের বাইরে থেকে অনলাইনে অংশগ্রহণ করেন নিউইয়র্ক থেকে প্রফেসর যতিন শাহ, দিল্লী থেকে প্রফেসর অলক ঠাকুর, মুম্বাই থেকে ডা. পিএস পাই। এসকল আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউ এর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার। উক্ত অনুষ্ঠানে আয়োজক কমিটির সেক্রেটারি ছিলেন বিএমইউ এর অটোল্যারিংগোলজি হেড নেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সভাপতি ছিলেন হেড নেক সার্জারি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মোঃ আব্দুস সাত্তার। সম্মানিত অতিথি ছিলেন বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম এবং পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী। অনুষ্ঠানে অধ্যাপক ডা. মোঃ কামরুল হাসান তরফদার, অধ্যাপক ডা. মোঃ বেলায়েত হোসেন সিদ্দিকসহ দেশ বরেণ্য নাক কান গলা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিএমইউ এর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার বলেন, হেড নেক সার্জনরা যেনো ডায়াগনোসিস এর ক্ষেত্রে যেনো ওরাল ক্যাভেটিকে অবহেলা না করেন। অনেকক্ষেত্রেই ওরাল ক্যাভেটি মানবদেহের হেড নেক অংশে ইনফেকশনের অন্যতম প্রাথমিক কারণ। বর্তমানে বিএমইউর পক্ষ থেকে হেড নেক মাইক্রোভাসকুলার ফ্রি ফ্ল্যাপ রিকনস্ট্রাকশন এর মতো ওয়ার্কশপ, ট্রেনিংসহ বিভিন্ন ধরণের ইনোভেটিভ, অত্যাধুনিক কার্যক্রম যা রোগের উন্নত চিকিৎসা প্রদানসহ রোগীদের কল্যাণ হয় তাতে উৎসাহ ও সহায়তা প্রদান করে আসছে। বিএমইউ এর সুপার স্পেশালাইজড হাসপাতালেও হেড নেক সার্জনরা যাতে জটিল জটিল রোগের বিশ্বমানের চিকিৎসাসেবা প্রদান করতে পারেন সেক্ষেত্রে বিএমইউর বর্তমান প্রশাসন সহায়তা প্রদান করবে।
সায়েন্টিফিক সেশন ও ওয়ার্কশপে জানানো হয়, এই সকল আয়োজনের মাধ্যমে বিএমইউসহ দেশের নাক কান গলা বিশেষজ্ঞরা, চিকিৎসকবৃন্দ এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন এবং নাক, কান ও গলার ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের চিকিৎসকবৃন্দ আরো এক ধাপ এগিয়ে গেলো।
সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।