বিএমইউতে ‘আউটকাম বেইজড  কারিকুলাম’ অনুষ্ঠিত: ফলভিত্তিক শিক্ষা কাঠামো তৈরির উপর গুরুত্বারোপ

বিএমইউতে ‘আউটকাম বেইজড কারিকুলাম’ অনুষ্ঠিত: ফলভিত্তিক শিক্ষা কাঠামো তৈরির উপর গুরুত্বারোপ

27 Jul, 2025 09:00 AM - 27 Jul, 2025 02:00 PM |

বিএমইউতে ‘আউটকাম  বেইজড  কারিকুলাম’ অনুষ্ঠিত
ফলভিত্তিক শিক্ষা কাঠামো তৈরির উপর গুরুত্বারোপ
 
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমডি বায়োকেমিস্ট্রির ‘আউটকাম বেজড কারিকুলাম’ ওয়ার্কশপ ২৪ জুলাই ২০২৫ইং তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এই ‘আউটকাম বেজড কারিকুলাম’ প্রণয়ন একটি দীর্ঘমেয়াদী ও নিরলস প্রচেষ্টার ফসল। বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এই ওয়ার্কশপটি সেই ধারাবাহিক প্রক্রিয়ারই অংশ, যেখানে গতানুগতিক শিক্ষা পদ্ধতির সীমাবদ্ধতা কাটিয়ে একটি ফলভিত্তিক শিক্ষা কাঠামো তৈরির উপর জোর দেওয়া হয়েছে। এই মহৎ উদ্যোগে দেশের চিকিৎসা ক্ষেত্রের ১৫ জনেরও বেশি প্রথিতযশা অধ্যাপক ও বিশেষজ্ঞ তাঁদের মূল্যবান সময় ও মেধা দিয়ে কারিকুলামটি তৈরি ও উন্নত করতে অবদান রেখেছেন। তাঁদের সম্মিলিত জ্ঞান ও অভিজ্ঞতা এই নতুন কারিকুলামকে সমৃদ্ধ করেছে।
এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন এবং তাদের মূল্যবান শুভেচ্ছা বার্তা প্রদান করেন বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডা. নায়লা আতিক খান। তিনি কারিকুলামের উদ্দেশ্য, এর বাস্তবায়ন প্রক্রিয়া এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে এর ইতিবাচক প্রভাব নিয়ে বিশদভাবে আলোকপাত করেন।
তথ্যসূত্রে: ডা. জেবা উন নাহার (ডোনা)।
সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।