
টিচিং মেথোলজি এ্যান্ড এ্যাসেসমেন্ট বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
27 Jul, 2025 08:00 AM - 27 Jul, 2025 02:00 PM |
টিচিং মেথোলজি এ্যান্ড এ্যাসেসমেন্ট বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর আইকিউএসি এবং পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের যৌথ উদ্যোগে শনিবার ২৬ জুলাই ২০২৫ইং তারিখে সম্মানিত ফ্যাকাল্টি মেম্বারদের নিয়ে ৩ দিনব্যাপী ‘টিচিং মেথোলজি এ্যান্ড এ্যাসেসমেন্ট’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালাটি আগামীকাল সোমবার ২৮ জুলাই ২০২৫ইং তারিখে সমাপ্ত হবে। এই প্রশিক্ষণ কর্মশালায় বিএমইউর ৮টি বিভাগের ২৫ জন সহকারী ও সহযোগী অধ্যাপক অংশ নিচ্ছেন। এর আগে ২০ জন শিক্ষক একই ধরণের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন। এই নিয়ে আইকিউএসি এর উদ্যোগে ৪৫ জন শিক্ষক ‘টিচিং মেথোলজি এ্যান্ড এ্যাসেসমেন্ট’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিলেন। উদ্বোধনী দিনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন বিএমইউ এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। সঞ্চালনার দায়িত্ব পালন করছেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোঃ ফারুক ওসমানী ও পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের ডা. মোঃ রাসেল আহমেদ।
সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।