বিএমইউতে ইপনা এর বোর্ড অফ গভর্নরস এর  সভা অনুষ্ঠিত

বিএমইউতে ইপনা এর বোর্ড অফ গভর্নরস এর সভা অনুষ্ঠিত

26 Apr, 2025 09:00 AM - 26 Apr, 2025 10:00 AM |

বিএমইউতে ইপনা এর বোর্ড অফ গভর্নরস এর  সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা) এর বোর্ড অফ গভর্নরস এর ৫ম সভা আজ ২৬ এপ্রিল ২০২৫ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএমইউ এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম।

সভায় ইপনার কার্যক্রম, প্রশিক্ষণ ও গবেষণা, বাজেট, ইপনা থেরাপি সেন্টার স্থাপনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতি মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম গবেষণার উপর গুরুত্বারোপ করেন। ইপনা থেকে স্ট্যান্ডার্ড সার্ভিস বা মানসম্পন্ন চিকিৎসা সেবা প্রদান, নতুন জ্ঞান সৃষ্টির লক্ষ্যে মেডিক্যাল অডিট ও ধারাবাহিক মনিটরিং এর উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন ও মূল্যবান দিকনির্দেশনা দেন মাননীয় ভাইস-চ্যান্সেলর।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ  আতিয়ার রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন, প্রক্টর ডা. শেখ ফরহাদ, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল করিম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী, ইপনার পরিচালক অধ্যাপক ডা. সৈয়দা তাবাসসুম আলম, শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কানিজ ফাতেমা, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু, ইপনার উপ-পরিচালক ডা. কাজী আশরাফুল ইসলাম, শিশু নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সানজিদা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদনাঃ ডা. সাইফুল আজম রঞ্জু। ছবিঃ মোঃ আরিফ খান। নিউজঃ প্রশান্ত মজুমদার।

 

More Events & News