চিকিৎসক সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চিকিৎসক সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

26 Apr, 2025 11:00 AM - 26 Apr, 2025 12:00 PM |

চিকিৎসক সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত হলো “চিকিৎসক সপ্তাহ ২০২৫” উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা। ‘বাংলাদেশ নির্মিতির দূরদর্শী চিকিৎসাসংক্রান্ত সহযাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সভায় চিকিৎসক সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্যখাতের সাম্প্রতিক সংকট, চিকিৎসকদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি, এবং নৈতিক চিকিৎসাচর্চার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে বলা হয়, চিকিৎসকরা যেন সমাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন, মানবিক মূল্যবোধ ও প্রগতিশীল চিন্তার ধারক হয়ে উঠেন — এ লক্ষ্যেই সপ্তাহব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে।


সভায় চারটি প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
১. স্বাস্থ্যখাতে সুশাসনের প্রয়োগ: “সহমর্মী ও স্বাস্থ্যসম্মত সুস্থতা অভিযান” নামে একটি স্বাস্থ্যসচেতনতামূলক উদ্যোগ গ্রহণ, এবং “Good Medical Practices ” বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করা।
২. নতুন প্রজন্মকে স্বাস্থ্যচর্চায় উৎসাহিত করা: মিডিয়া ও পল্লী পর্যায়ে স্বাস্থ্যশিক্ষার নতুন কনটেন্ট ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ।
৩. পরিবেশবান্ধব স্বাস্থ্যনীতি: জলবায়ু ও পরিবেশ বিষয়ক সচেতনতায় চিকিৎসকদের ভূমিকা নিশ্চিত করতে বিশেষ স্বাস্থ্যনীতির রূপরেখা তৈরি।
৪. বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে স্বচ্ছতা: ন্যায্যতা, সেবা মান, মূল্য নির্ধারণ ও তদারকিতে সরকারিভাবে নীতিমালা ও মনিটরিং নিশ্চিতকরণ।


আলোচনা সভায় অংশগ্রহণকারীরা বলেন, “আমরা চিকিৎসাকে বাঁচাতে এসেছি, চিকিৎসকদের নয়। চিকিৎসকদের মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে হবে, তবেই গড়ে উঠবে একটি ন্যায্য ও মানবিক সমাজ।” অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে চিকিৎসক সপ্তাহ উদযাপন পরিষদ ও স্বাস্থ্য সংশ্লিষ্ট একাধিক সংগঠন। স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য ব্যবস্থাপনা আইন, নতুন জাতীয় স্বাস্থ্য নীতি, জাতীয় ওষুধ নীতি ও বেসরকারি স্বাস্থ্য খাত সংস্কার বিষয়ে স্বাস্থ্য খাতবিষয়ক সংস্কার কমিশন ও সরকারের অবস্থান কী বা সরকার কী করতে যাচ্ছে, তা জানা-বোঝার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী পদমর্যাদায়) অধ্যাপক মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য খাতের জনবল সমস্যা, শিক্ষা সমস্যা, হাসপাতাল ব্যবস্থাপনার সমস্যা এসব বিষয়ে সরকার কী করছে বা ভবিষ্যতে কী করা সম্ভব, সমস্যাগুলো কোথায়, তার বিশদ বর্ণনা দেন।  


অনুষ্ঠানের সভাপতি ও স্বাস্থ্য খাতবিষয়ক সংস্কার কমিশনের সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন, ডাক্তারি অনন্য পেশা। ভালো মানুষ না হলে একজন ভালো ডাক্তার হওয়া যায় না।


আলোচনায় বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, চিকিৎসকদের দাবিগুলো গণ-আকাক্সক্ষায় পরিণত করা হলে সেগুলো পূরণ হওয়া সম্ভব।


অনুষ্ঠানে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন, স্বাস্থ্য খাতবিষয়ক সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক সৈয়দ আতিকুল হক, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিকিৎসক সপ্তাহ উদ্‌যাপন পরিষদের মুখপাত্র ও প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির কো-চেয়ার ফয়সাল বিন সালেহ।

More Events & News