বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ: সরকার, বিশেষজ্ঞ ও স্টেকহোল্ডারদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা

বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ: সরকার, বিশেষজ্ঞ ও স্টেকহোল্ডারদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা

22 Apr, 2025 05:00 PM - 22 Apr, 2025 06:00 PM |

বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ: সরকার, বিশেষজ্ঞ ও স্টেকহোল্ডারদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা

ঢাকা, বাংলাদেশ । ২০ এপ্রিল ২০২৫: উচ্চ রক্তচাপ, একটি নীরব মহামারি,যা প্রতি ৪ জনের মধ্যে ১ জনের রয়েছে। সাম্প্রতিক STEPS জরিপ (২০১০-২০২২) অনুযায়ী, বাংলাদেশে উচ্চ রক্তচাপের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েছে । ২০১০ সালে যেখানে প্রাদুর্ভাবের হার ছিল ১৭.৯%, ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৪.৬%-এ এবং অনুমান করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে এই হার বেড়ে ২৮.৩% পৌঁছাতে পারে।

এই সংকট মোকাবেলায় সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (NCDC) কর্মসূচি এবং কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (CBHC) উদ্যোগসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে কাজ করছে। উল্লেখযোগ্য পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ৪৩৫টিরও বেশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে NCD  কর্নার স্থাপন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে উচ্চ রক্তচাপ প্রতিরোধী ওষুধের প্রবেশাধিকার বাড়ানো, রোগ নিরীক্ষণ ও ব্যবস্থাপনা সহজ করতে “Digitalization” এর মাধ্যমে প্রযুক্তিগত সমাধান প্রয়োগ করা।

এই উদ্যোগগুলোর পাশাপাশি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগ (DPHI), গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের সহযোগিতায় “Prioritization of Hypertension Control in Bangladesh by Increasing Access to Anti-Hypertensive Drugs” শীর্ষক একটি উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা আয়োজন করে। এই অনুষ্ঠানটি ২০ এপ্রিল ২০২৫, রবিবার সন্ধ্যা ৬:৩০টায় ঢাকা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের মেঘনা হলে অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যসেবা বিভাগের সম্মানিত সচিব মো. সাইদুর রহমান - কে প্রধান অতিথি করে, বিএমইউ-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম - এর সভাপতিত্বে একটি গোল টেবিল বৈঠক আয়োজন করা হয়। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মারুফ হক খান এবং সঞ্চালনা করেন মুহাম্মদ রুহুল কুদ্দুস । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে স্বাস্থ্য সেবা হল দেশের জনগণের অধিকার, আর এই অধিকার প্রতিষ্ঠায় সকল মন্ত্রণালয়কে এক হয়ে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন এবং তিনি বলেন, স্বাস্থ্য সেবা প্রদানকারীদের মাঝে ডিজিটাল কমিনিকেশন প্রতিষ্ঠা করার মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সুষ্ঠু স্বাস্থ্য সেবা প্রদান করা সম্ভব । সভার সভাপতি বিএমইউ-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, উচ্চ রক্তচাপ রোগ বলে গণ্য করা হতো না যদি এর কোন কমপ্লিকেশন না থাকত। তাই এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অত্যন্ত জরুরি।
 
এছাড়া সকল নীতিনির্ধারক, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্টেকহোল্ডারদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আলোচনায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর কৌশল যেমন বাজেট বরাদ্দ বৃদ্ধি, ওষুধ সরবরাহ চেইন নিশ্চিতকরণ, এবং লজিস্টিক অবকাঠামো শক্তিশালীকরণ নিয়ে আলোচনা হয়, যা বিদ্যমান চিকিৎসা ব্যবস্থার ঘাটতি দূর করতে সহায়ক হবে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন ও পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগ -এর চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আতিকুল হক, পিএইচডি, বলেন: “উচ্চ রক্তচাপ নীরবে আমাদের জনগণের স্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে। ন্যায্য চিকিৎসা সেবার অধিকার নিশ্চিত করতে সমন্বিত ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ জরুরি।”

সন্মানিত অতিথিবৃন্দের মধ্যে আরও ছিলেন অধ্যাপক ডা. মোঃ আবু জাফর, মহাপরিচালক, স্বাস্থ্য সেবা অধিদপ্তর, ডা. মোঃ এনামুল হক, মহাপরিচালক, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত সচিব, স্বাস্থ্যসেবা বিভাগ (এইচএসডি), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এ.টি.এম. সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, শেখ মোমেনা মনি, অতিরিক্ত সচিব (বিশ্ব স্বাস্থ্য), স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মো. এ. সামাদ মৃধা, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল), জনাব মোঃ মামুনুর রশিদ, যুগ্ম সচিব (বিশ্ব স্বাস্থ্য), স্বাস্থ্যসেবা বিভাগ, ডা. মোঃ শিব্বির আহমেদ ওসমানী, যুগ্ম সচিব (জনস্বাস্থ্য), স্বাস্থ্যসেবা বিভাগ, মোঃ আবদুস সালাম, যুগ্ম সচিব (বাজেট) (অতিরিক্ত দায়িত্ব: বাজেট-১, এপিএ), স্বাস্থ্যসেবা বিভাগ, শেখ সাইদুল হক, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), স্বাস্থ্য অধিদপ্তর, অধ্যাপক ডা. সৈয়দ জাকির হোসেন, লাইন ডিরেক্টর, এনসিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, ডা. মুহাম্মদ হাবিবুর রহমান, লাইন ডিরেক্টর, কমিউনিটি-ভিত্তিক স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, অধ্যাপক ডা. লিয়াকত আলী, প্রাক্তন উপাচার্য, স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য, স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ এবং বাংলাদেশ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় (বিইউএইচএস)-এর সদস্য, অধ্যাপক ডা. সৈয়দ আব্দুল হামিদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডা. মোঃ নুরুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক ১, স্বাস্থ্য অধিদপ্তর, ডা. ফারিহা হাসান, পিএইচডি, প্রধান, রিপ্রোডাকটিভ ও চাইল্ড হেলথ বিভাগ, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগ, বিএমইউ, ডা. মোঃ খালেকুজ্জামান, পিএইচডি, প্রধান, এপিডেমিওলজি বিভাগ, ডিপিএইচআই, বিএমইউ, ব্রিগেডিয়ার মাহবুবুর রহমান ভূঁইয়া, সাপ্লাই চেইন কনসালটেন্ট, NHFH&RI, মোঃ রিয়াদ আরাফিন, উপ-মহাব্যব¯’াপক, বিক্রয় ও বিপণন (সিসি), এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল), হাসান শাহরিয়ার, পরিচালক এবং প্রোগ্রাম প্রধান, প্রোগগা ।
এছাড়াও প্রকল্পের পক্ষ থেকে ছিলেন, অধ্যাপক এম মোস্তফা জামান পিএইচডি, নির্বাহী সম্পাদক, বিএমইউ জার্নাল, অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক, পিএইচডি, টিম লিড, বিএমইউ, মুহাম্মদ র“হুল কুদ্দুস, বাংলাদেশ কান্ট্রি লিড, GHAI, অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, পরামর্শক, NHFH&RI, ডাঃ মারুফ হক খান, পিএইচডি, সহকারী অধ্যাপক, বিএমইউ, ডা. শাহানা সুলতানা, প্রোজেক্ট কো-অর্ডিনেটর, বিএমইউ, ডা. তানজিলা বুশরা, অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর, বিএমইউ।

 

More Events & News